ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কঠোর পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি বিজয়ের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
কঠোর পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি বিজয়ের এয়ারপোর্টে কথা বলছেন এনামুল হক বিজয়/ছবি: শোয়েব মিথুন

জিম্বাবুয়েতে হতাশার সিরিজ পার করেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টির পর হেরেছে ওয়ানডে সিরিজেও।

এই সিরিজেই ওয়ানডেতে নিজেকে খুঁজে পেয়েছেন এনামুল হক বিজয়। শেষ ওয়ানডেতে তার ৭১ বলে ৭৬ রানের ইনিংস দলকে জেতাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিন বছর পর ওয়ানডেতে ফিরতে পেরে বিজয় ছিলেন রোমাঞ্চিত।  

শুক্রবার সন্ধ্যায় জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছেন ওয়ানডে দলের সদস্যরা। বিমানবন্দরে সাংবাদিকদের বিজয় বলেছেন, ‘অনেকদিন পর ওয়ানডে দলে ফিরেছি, এ জন্য খুব ভালো লাগছে। খুব রোমাঞ্চিত ছিলাম আসলে। কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন পর এরকম সময় পার করেছি। আসলে তিন বছর পর যেহেতু আসছি চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা ঠিক রাখা। ’

প্রথম ওয়ানডেতে অবশ্য বিজয়ের ফিফটির পরও জিততে পারেনি দল। ওই ম্যাচে ৬২ বলে ৭৩ রান করেন তিনি। শেষ অবধি বাংলাদেশ হেরে যায় পাঁচ উইকেটের ব্যবধানে। এ নিয়ে আফসোসই ঝরেছে বিজয়ের কণ্ঠে , ‘অবশ্যই দলের জয়ের পেছনে অবদান রাখতে পারলে অনেক ভালো লাগত। জিম্বাবুয়ের মাঠে তাদের সঙ্গে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্য। ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমাদের অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, দুটা মিলিয়ে আসলে আমরা হেরে গেছি। অনেকদিন পর যেহেতু দলে এসেছি, চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার। যতটুক হয়েছে, পেরেছি চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো এগুলো কন্টিনিউ করার। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।