ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেষ্টা করলে টি-টোয়েন্টিতে ভালো করা সম্ভব: বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
চেষ্টা করলে টি-টোয়েন্টিতে ভালো করা সম্ভব: বিজয় এনামুল হক বিজয়/ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে ভালো করতে পারছে না বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের আগে অধিনায়ক বদলেও পাল্টানো যায়নি ভাগ্য।

সিকান্দার রাজাদের কাছে তিন ম্যাচের সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।  

এমন ব্যর্থতার পর আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলের সামনে। দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় অবশ্য বলছেন, চেষ্টা করলে ভালো করা সম্ভব টি-টোয়েন্টিতে। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

বিজয় বলেছেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন এটা আমরা সবাই অবগত আছি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। আমরা দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমরা চেষ্টা করলে এখানে ভালো করা সম্ভব। ’

‘আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে আমাদের ভালো পারফর্ম করা সম্ভব। আমরা বিশ্বাস করি অবশ্যই একটু সময় লাগছে কিন্তু আমি বিশ্বাস করি যে এবং প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে যে আমরা ভালোভাবে ফিরতে পারব। ’

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই হারে বাংলাদেশ। এরপর ওই ধাক্কা সামলানো যায়নি পুরো সিরিজেও। টি-টোয়েন্টির পর হারতে হয় ওয়ানডে সিরিজ। বিজয় বলছেন, প্রথম ম্যাচ হারের পর থেকে কিছুটা নাভার্স ছিলেন তারা।

তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে  এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি। ’

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।