ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের রোহিতকে হটিয়ে শীর্ষে গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
ফের রোহিতকে হটিয়ে শীর্ষে গাপটিল

ভারতের ওপেনার রোহিত শর্মাকে হটিয়ে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিউইদের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলার পথে শীর্ষস্থানে বসেন তিনি।

ম্যাচটি অবশ্য হেরে গেছে নিউজিল্যান্ড।

এর আগেও রোহিতকে টপকে গিয়েছিলেন গাপটিল। তবে উইন্ডিজের বিপক্ষে দারুণ খেলে ফের শীর্ষে উঠে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এবার ফের সিংহাসনে রদবদল হলো।
 
১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের মোট রান এখন ৩৪৯৭। ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান নিয়ে রোহিত এখন দুই নম্বরে। ৯১ ম্যাচে ৩৩০৮ রান করেছেন ভারতের আরেক তারকা বিরাট কোহলি।

একনজরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:

১) মার্টিন গাপটিল- ৩৪৯৭ রান
২) রোহিত শর্মা- ৩৪৮৭ রান
৩) বিরাট কোহলি- ৩৩০৮ রান
৪) পল স্টার্লিং- ২৯৭৫ রান
৫) অ্যারন ফিঞ্চ- ২৮৫৫ রান

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।