ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরার পুরস্কার মহারাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
বর্ষসেরার পুরস্কার মহারাজের

বাংলাদেশকেও বেশ ভুগিয়েছিলেন কেশভ মহারেজ। গড়েছেন রেকর্ডও।

তার স্বীকৃতিই যেন পেলেন তিনি। এই বাঁহাতি স্পিনার হয়েছে ২০২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটের সেরা হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।  

রোববার বর্ষসেরাদের নাম ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। গতবারের বর্ষসেরাদের একজনও এবারের তালিকায় জায়গা পাননি। এক বছর ধরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহারাজ। সব মিলিয়ে আন্তর্জাতিক উইকেট তিনি নিয়েছিলেন ৭১টি উইকেট।  

এর মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক আর বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট শিকারের ঘটনা। ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেস তারকা কাগিসো রাবাদা।  

সর্বশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। ওয়ানডেতে সেরা জানেমান মালান বিবেচিত সময়ে দুটি সেঞ্চুরি আর চারটি ফিফটি করেন। গড় প্রায় ৫০। টি-টোয়েন্টির সেরা হয়েছেন এইডেন মার্করাম। প্রায় দেড়শ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৯১।

বাংলাদেশ সময় : ১৭৫৫, আগস্ট ১৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।