ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডমিঙ্গোকে শুধু টেস্ট ও ওয়ানডেতে রাখার চিন্তা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ডমিঙ্গোকে শুধু টেস্ট ও ওয়ানডেতে রাখার চিন্তা

টি-টোয়েন্টিতে টেকনিক্যাল ডিরেক্টর হয়ে আসছেন ভারতের শ্রীরাম শ্রীধরন। এখন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও কি নিজের পদে থাকবেন? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি।

আগামী ২২ তারিখ কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, ডমিঙ্গো এখন আর টি-টোয়েন্টির ভাবনায় নেই। আসন্ন এফটিপিতে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের, এই সময়ে টি-টোয়েন্টি নিয়ে আলাদা করে ভাবতে চাইছে বোর্ড। তাদের চাওয়া, এখন শুধু টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ রাখুক ডমিঙ্গো।

বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা নিয়ে (টি-টোয়েন্টিতে হেড কোচ) এখনো কোনো কথা হয়নি। যে জিনিসটা নিয়ে হয়তো দ্বিধা তৈরি হচ্ছে- আমরা বলেছি এশিয়া কাপ থেকে পুরো মানসিকতা বদলে ফেলতে চাচ্ছি। ’ 

‘গেম প্ল্যান যেটা হয়, ম্যাচের আগের দিন টিম মিটিং হয়, সেখানে একটা প্ল্যান তো দেওয়া হয়। এতদিন ধরে যেভাবে দেওয়া হচ্ছে, এটা থেকে বের হতে চাচ্ছি। এখন এটা রাসেলকে রেখে  পরিবর্তন করবো নাকি বাদ দিয়ে করবো, সবকিছু ২২ তারিখের আগে বলতে পারবো না। ’

ডমিঙ্গোকে নিয়ে নিজেদের ভাবনা জানিয়ে পাপন বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের চিন্তাধারা হচ্ছে ডমিঙ্গো টেস্ট ও ওয়ানডের দিকে মনোযোগ দিক। আমি একটা কথা বেশ কিছুদিন ধরে বলছি সবকিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমাণ খেলা ডমিঙ্গোর পক্ষেও কাভার করা সম্ভব না। ’

‘ওর সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে যেতেই পারবে না। মানে ওরও তো ছুটির সময় আছে, কাজের দিন আছে। ও তো যেতে পারবে না, কোচ ছাড়া খেলবে দল? আপনাদের বুঝতে হবে জিনিসটা সহজ না। আমরা পুরো জিনিসটাকে আলাদা করতে চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।