ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডমিঙ্গোর ‘ফিলোসোফি’ থেকে বের হতে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ডমিঙ্গোর ‘ফিলোসোফি’ থেকে বের হতে চায় বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে অনেকদিন ধরেই। বিশ্বকাপের পর টানা চারটি সিরিজ জিততে পারেনি টাইগাররা।

এর মধ্যে তিনটিতে হার, বাকি একটি হয়েছে ড্র। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও হারতে হয়েছে বাংলাদেশকে।

এরপর টি-টোয়েন্টিতে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট। অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। নিয়োগ দেওয়া হয়েছে টি-টোয়েন্টির টেকনিক্যাল পরামর্শক। শনিবার এশিয়া কাপকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ।

এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, টি-টোয়েন্টিতে এবার রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি থেকে বের হতে চান তারা। এ নিয়ে সুজন সাংবাদিকদের বলেছেন, ‘প্রত্যেকটা কোচেরই আলাদা ফিলোসোফি থাকে। ডমিঙ্গোর সাথে আমাদের ফিলোসোফি হয়তো মিলছে না। যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না, সুতরাং আলাদা ফিলোসোফিতে কাজ করে দেখিই না কি হয়!’

‘আমার মনে হয় না, রাসেল কিছু মনে করবে…যদি আমরা এমন করি। রাসেলকে বিরতি দেয়া না, একটা নতুনত্ব দেখা। এশিয়া কাপকে আমরা ওইভাবেই দেখছি। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ট্যুর। ’

টি-টোয়েন্টি থেকে ডমিঙ্গোকে বিরতি দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘সামনে যেহেতু আমাদের এফটিপি অনেক বড়, প্লেয়ারদের যেমন ব্রেক দরকার, ম্যানেজমেন্ট-কোচদেরও ব্রেক দরকার। তাদেরও পরিবার আছে। একটা মানুষ তো সারাদিন কাজ করবে না, এগুলো আমাদের মাথায় আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।