ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছবিতে ছবিতে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ছবিতে ছবিতে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি ছবি: শোয়েব মিথুন

মাত্র সাত দিন পর পর্দা উঠবে এশিয়া কাপের। শুরুতে শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আসর সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

 

এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন।  

মিরপুরের অনুশীলনে নেমে আজ গোড়ালিতে চোট পেয়েছেন এশিয়া কাপের দলে থাকা পেসার হাসান মাহমুদ। অনুশীলনের মাঝপথেই মাঠ ছাড়ার পর এক্স-রে রিপোর্টে জানা যায়, হাসানের চোট গুরুতর নয়। তবে আপাতত বিশ্রামে থাকবেন তিনি।

জানা গেছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে হাসানের। ফলে এশিয়া কাপে অন্তত প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না হাসানের।

অন্যদিকে আজকের অনুশীলন পর্বে দেখা যায়নি টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসানকে।

তবে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অনুশীলনে নেমেছিলেন। মুশফিক কিছুক্ষণ কিপিং অনুশীলনও করেন।

এছাড়া ঘাম ঝরিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আফিফ হোসেনরাও। ইনজুরি নিয়েও ব্যান্ডেজ হাতে হালকা অনুশীলন করেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানও।

পুরো অনুশীলন পর্ব তত্ত্বাবধান করেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এসময় ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ছিলেন।

এছাড়া অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আগামী ২১ ও ২২ তারিখ জাতীয় দলের দুইটি ম্যাচ আবহের প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।