ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে ভারতের ভারপ্রাপ্ত কোচ লক্ষ্মণ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এশিয়া কাপে ভারতের ভারপ্রাপ্ত কোচ লক্ষ্মণ 

এশিয়া কাপে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাই দ্রাবিড়ের পরিবর্তে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণকে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের সফরে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই বিশ্রাম দিয়েছিল দ্রাবিড়কেও। তার পরির্বতে কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ। তার অধীনেই জাতীয় দলের অধীনেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল ভারত।  

বিসিসিআই জানিয়েছে, দ্রাড়ির বর্তমানে বিসিসিআইয়ের মেডিকেল দলের তত্ত্বাবধানে রয়েছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।