কয়েকদিন আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে। কথা ছিল শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়ে কাজ করবেন তিনি।
সেখানে গিয়েই নাকি সিদ্ধান্ত নিয়েছেন, আর হেড কোচের দায়িত্বে থাকবেন না। পরিবারের সঙ্গে আলোচনা করেই এসেছে এমন সিদ্ধান্ত। ডমিঙ্গো এখন দক্ষিণ আফ্রিকার কোনো ক্লাবের চাকরি খুঁজছেন।
মূলত কোচিং স্টাফের বাকি সদস্য ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েই চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন ডমিঙ্গো। বোর্ডের বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক প্রকাশ্যে সমালোচনা করেন তার। যেটা ভালোভাবে নেননি ডমিঙ্গো।
যদিও তার পদত্যাগের বিষয়ে এখনও কিছুই না জানার দাবি বিসিবির। বাংলানিউজের পক্ষ থেকে একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই স্বীকার করেননি ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি।
বাংলাদেশ সময়: ১২১৮, আগস্ট ২৫, ২০২২
এমএইচবি