ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপের পর্দা উঠছে আজ (শনিবার)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।  

এই ম্যাচ আফগানিস্তানের জন্য মাইলফলকের। দেশটির শততম টি-টোয়েন্টি ম্যাচ এটি। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপ থেকে শীর্ষ চার খেলবে দুই দল।

শ্রীলঙ্কা : গুনাতিলাকা, নিশাঙ্কা, কুশল মেন্ডিস, আশালাঙ্কা, রাজাপক্ষে, শানাকা, হাসারাঙ্গা, করুণারত্নে, থিকসেনা,  মাদুসাঙ্গা, পাথিরানা।

আফগানিস্তান : জাজাই, গুরবাজ, জাদরান, জানাত, জাদরান, নবী, রশিদ, ওমর জাই, নবীন, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।

 

বাংলাদেশ সময় : ১৯৪২, আগস্ট ২৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।