ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গর্জনের সময় এখনই: সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
গর্জনের সময় এখনই: সাকিব

নতুন আশার আলো নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। আগামীকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিববাহিনী।

ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আর প্রথম থেকেই বদলে যাওয়া বার্তা দিতে চান টাইগার দলপতি সাকিব; যা সতীর্থদের উদ্দেশে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন নিজের ফেসবুকে পেজে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে অধিনায়ক সাকিব জানালেন- এখনই সময় গর্জনের! নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘গর্জনের সময় এখনই! মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা। মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত টাইগাররা। ’

নিজেদের প্রথম ম্যাচ দেরিতে থাকায় দুবাই পৌঁছে কয়েকদিন সময় পেয়েছেন সাকিবরা নিজেদের প্রস্তুত করে নিতে। অনুশীলনে দেখা গেছে চার-ছক্কার ফুলঝুরি। টাইগারভক্তদের আশা, সাকিব-নাঈমরা যথেষ্ট অনুশীলন করেছেন নেটে, যার প্রতিফলন মিলবে ম্যাচে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।