ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের প্রস্তুতি ভালো হয়েছে, জানালেন সিডন্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
সাকিবদের প্রস্তুতি ভালো হয়েছে, জানালেন সিডন্স

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন। ম্যাচটিকে ঘিরে টাইগারভক্তদের প্রত্যাশা অনেক বেশি।

কারণ এবার সাকিব আল হাসানের নেতৃত্বে তারুণ্যনির্ভর দল নিয়ে লড়াইয়ে নামছে বাংলাদেশ। জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানালেন, প্রথম ম্যাচের আগে সাকিব-মুশফিকদের প্রস্তুতি ভালো হয়েছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আশা জাগানিয়া নয়। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে। এর মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারও ছিল। এবার এশিয়া কাপ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান আসরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বার্তা দিয়ে রেখেছিল। যদিও গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝড়িয়েছে টাইগাররা। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত বলেই ঘোষণা দিয়েছেন সিডন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় সিডন্স বলেন, 'আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে আমরা প্রস্তুত। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন। '

এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিষ্ট হয়েছিল। দু'বারই ভারতের কাছে হারতে হয়েছে। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিল বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।