ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই বিদায় নাঈম-বিজয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
শুরুতেই বিদায় নাঈম-বিজয়ের

শুরুতে ব্যাটিংয়ে নেমে ধীরে-সুস্থে প্রথম ওভার কাটিয়ে দিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার নাঈম শেখ।

 

মুজিব উর রহমানের বল বুঝে উঠতে পারেননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে সরাসরি স্ট্যাম্পে আঘাত করলো বল। ৮ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি। বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার এনামুল হক বিজয়ও। মুজিবের দ্বিতীয় শিকার হয়ে ৫ রান করে বিদায় নেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ রান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
 
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফজলহক ফারুকি, নভিন উল হক, মুজিব উর রহমান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।