ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মোসাদ্দেকের পর সাইফউদ্দিনের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
সাকিব-মোসাদ্দেকের পর সাইফউদ্দিনের আঘাত

বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন দলের অধিনায়ক।

এরপর জাজাইকে ফিরিয়ে দলকে এগিয়ে দন মোসাদ্দেক। ১২ তম ওভারে মোহাম্মদ নবীকে ফিরিয়ে দলকে এগিয়ে দিলেন সাইফউদ্দিন। গত বছর শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল সাইফউদ্দিনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ফিরলেন আজ, ওই ভেন্যুতেই। প্রথম ওভারেই এরপর সফল হলেন বাংলাদেশ পেসার। নীচু হওয়া বলে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে এলবিডব্লু মোহাম্মদ নবি। রিভিউ না করেই ফিরে গেছেন আফগান অধিনায়ক, ৯ বলে ৮ রান করে।  

এরআগে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। নিচু হওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন আগের ওভারেই জীবন পাওয়া গুরবাজ। তবে বলের নাগাল পাননি। উইকেটের পেছনে ভুল করেননি মুশফিক, গুরবাজ স্টাম্পড হয়ে ফিরেছেন ১৮ বলে ১১ রান করে। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু বাংলাদেশের, সেটিও অধিনায়কের বোলিংয়ে।  

এরপর ব্রেকথ্রু এনে দিলেন মোসাদ্দেক হোসেন। তাকে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জাজাই। রিভিউ নিয়েছিলেন, তবে উইকেটে হয়েছে আম্পায়ার্স কল। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিলেন মোসাদ্দেক, ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬ ওভারে ৮৫ রান।

নিজের প্রথম ওভারে তাসকিন দিয়েছিলেন ৬ রান, মোসাদ্দেক ২ রান। এরপর মোস্তাফিজকে বোলিংয়ে ফেরান সাকিব। ফিজের বিপক্ষে সতর্কই ছিলেন জাজাই ও জাদরান, অন্তত প্রথম চার বলে। পঞ্চম বলে কাটারকে পাত্তা দেননি জাজাই, কাভার দিয়ে টেনে মেরেছেন চার। অবশ্য পরের ওভারে মোসাদ্দেকের ওপর চড়াও হতে গিয়ে ফিরতে হলো তাকে, ২৬ বলে ২৩ রান করে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।