ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের দায়িত্ব বুঝিয়ে বিস্তারিত আলাপ টিম মিটিংয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ক্রিকেটারদের দায়িত্ব বুঝিয়ে বিস্তারিত আলাপ টিম মিটিংয়ে

এশিয়া কাপের শুরুটা একদমই প্রত্যাশা মতো হয়নি। আফগানিস্তানের কাছে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরে খেলতে এই ম্যাচ জেতার বিকল্প নেই।

শারজাহতে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ছাড়া সব ব্যাটারই ছিলেন ব্যর্থ। বল হাতেও সাফল্যের দেখা মেলেনি খুব একটা। তবে দ্বিতীয় ম্যাচের আগে বুধবার দলীয় মিটিংয়ে বসেছিল বাংলাদেশ। সেখানে সবার দায়িত্ব বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

দুবাইয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আজকে সকালে আমাদের দলের বৈঠক ছিল। টিম মিটিং হয়েছে, কোচেরা খেলোয়াড়দের নিয়ে বসেছিল। আগামী কালকে খেলার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ’

‘ওখানে (দুবাইর উইকেটে) কার কী করণীয়, এগুলো নিয়ে কথা হয়েছে। দুবাই স্পোর্টস সিটিতে যে উইকেট এটা পুরোই ভিন্ন শারজাহ উইকেট থেকে। সুতরাং ওখানে কার কী করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা ভালোভাবে বুঝেছেন কালকের খেলায় কার কী করণীয়। ’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে টিম মিটিংয়ে আলাপ হয়নি জানিয়ে জালাল বলেছেন, ‘সবাই শক্তিশালী (মানসিকভাবে)। এখানে গতকালের ম্যাচ নিয়ে আলাপ আলোচনা হয়নি ৷ যেগুলো ঘাটতি ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে ৷ সবাই খুব ইতিবাচক মুডে আছে। আশা করি কালকের ম্যাচটা ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।