ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মোস্তাফিজকে অটো চয়েজ ধরার সময় হয়তো শেষ’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
‘মোস্তাফিজকে অটো চয়েজ ধরার সময় হয়তো শেষ’

দেশের সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু সময়ের সঙ্গে যেন নিজের ধার হারিয়ে ফেলছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ৩০ রান দেন মোস্তাফিজ। শেষদিকে তার বাজে বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাচ হারে।

এই ম্যাচের পর অনেকেই প্রশ্ন তুলছেন একাদশে মোস্তাফিজের অটো চয়েজ হওয়া নিয়ে। এ ব্যাপারে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মোস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। ’

‘প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে। ’

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাকিদের চেয়ে মোস্তাফিজকেই এগিয়ে রাখছেন সুজন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।