ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছয় বল খেলেই ফিরলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
ছয় বল খেলেই ফিরলেন সাব্বির

নাইম শেখ আর এনামুল বিজয়ের বদলে ওপেনিংয়ে এসেছেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব খারাপ ছিল না।

তবে ১৯ রানেই ভেঙে গেছে সাব্বির-মিরাজের জুটি।

একজনের অভিষেক, আরেকজন আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছেন তিন বছর পর। তবে শেষ পর্যন্ত জিতলেন অভিষিক্ত শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোই। শর্ট বলে ঠিক স্বস্তিতে ছিলেন না মিরাজ বা সাব্বির, এবার পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাব্বির। এজড হয়েছেন, উইকেটের পেছনে ধরা পড়ার আগে করেছেন ৬ বলে ৫ রান। মিরাজ ও সাব্বিরের ওপেনিং জুটি টিকল ২.৫ ওভার, উঠেছে ১৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। মিরাজ ১১ আর সাকিব আল হাসান শূন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।