ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভয়ঙ্কর মেন্ডিসকে ফেরালেন মোস্তাফিজ, ফিরলেন হাসারাঙ্গাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
ভয়ঙ্কর মেন্ডিসকে ফেরালেন মোস্তাফিজ, ফিরলেন হাসারাঙ্গাও

ছয়ে ব্যাটিংয়ে নেমে মেন্ডিসকে সঙ্গ দেন দাসুন শানাকা। একপ্রান্ত আগলে রাখা মেন্ডিস ৩২ বলে তুলে নেন অর্ধশতক।

শানাকার সঙ্গে গড়েন ৫৪ রানের জুটি। ভয়ঙ্কর হয়ে ওঠা এই মেন্ডিসকে পঞ্চদশ ওভারে বিদায় করে মোস্তাফিজ। ৩৭ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৬০ রান করে বিদায় নেন লঙ্কান ওপেনার।

ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারলেন না ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাসকিনের বলে শেখ মেহেদির হাতে ক্যাচ তুলে ২ রানে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪১ রান।  

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

রান তাড়ায় খেলতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ৩৩ বলে ৪৫ রানের জুটি গড়েন দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ষষ্ঠ ওভারে এসে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ১৯ বলে ২০ রান করে বিদায় নেন নিশাঙ্কা। একই ওভারে চারিথ আসালাঙ্কাকে (১) ফেরান এবাদত।  

তিনে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি দানুশকা গুনাথিলাকাও। এবাদতের তৃতীয় শিকার হয়ে ফেরেন ১১ রানে। পরের ওভারেই ২ রান করে আউট হন রাজাপক্ষে।  

বাংলরাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।