ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হায়দরাবাদের প্রধান কোচ হলেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
হায়দরাবাদের প্রধান কোচ হলেন ব্রায়ান লারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিলেন তিনি।

গত মৌসুমে অবশ্য হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন লারা। সেবার দলটির স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও এবার প্রধান কোচ হিসেবে থাকবেন। গতবার দলটির প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার টম মুডি।

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় হায়দরাবাদের দায়িত্বে ছিলেন মুডি। দ্বিতীয় দফায় ২০২২ সালে দায়িত্ব নেন তিনি। প্রথমবার দলটি ভালো সাফল্য পেলেও দ্বিতীয়বার ভুগেছে পারফরম্যান্স খরায়। ২০১৬ সালে এই মুডির দায়িত্বেই প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে হায়দরাবাদ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।