ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে ভারতের যে যোগসূত্র তা নিয়ে কম সমালোচনা হয়নি বিভিন্ন সময়ে। নানা কারণে আইসিসি থেকে সুবিধা আদায় করে ভারত, এটি কারও অজানা নয়।
আইসিসিতে সবচেয়ে বেশি অর্থায়ন ভারতেরই। সংস্থাটিকে বড় অঙ্কের রাজস্ব দিয়ে নানা সময় সুবিধা নিচ্ছে দেশটি। আর তাই ভারতকে আইসিসির ‘পছন্দের ছেলে’ বলে দাবি করেছেন হাফিজ। এর পেছনে ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানি এই সাবেক অলরাউন্ডার।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালোবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ’
‘ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভারত ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপক্ষীয় সিরিজ খেলুক না কেন, স্পন্সর পেতে কোনো সমস্যা হয় না। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই তারা ভারতকে কিছু বলতে পারে না। ’
শুধু ভারত নয়, দেশটির অধিনায়ককে নিয়েও কথা বলেছেন হাফিজ। হংকংয়ের বিপক্ষে রোহিত শর্মার অঙ্গভঙ্গি ঠিকঠাক ছিল না বলে মনে করেন তিনি, ‘ভারত ৪০ রানে জিতে যাওয়ার পরও রোহিতের বডি ল্যাংগুয়েজ দেখে আমি অবাক হয়েছি। সে যখন টস করতে এসেছিল তখনই, তাকে দুর্বল লাগছিল। দেখে মনে হচ্ছিল, সে ভয় পেয়েছে। ’
‘ম্যাচের মধ্যে দারুণ ইনিংস খেলার পর রোহিতকে যেমন দেখি, আজ (গত বুধবার) তার ধারেকাছে ছিল না। আমার মনে হয় অধিনায়কত্ব পাওয়ার পরে রোহিত চাপে আছে। তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
আরইউ