ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির ব্যাক টু ব্যাক ফিফটি, ভারতের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
কোহলির ব্যাক টু ব্যাক ফিফটি, ভারতের লড়াকু সংগ্রহ

দুই ওপেনার এনে দিলেন দারুণ শুরু। মাঝে কিছুটা বিপর্যয়।

তবে হাল ধরে রাখলেন অভিজ্ঞ বিরাট কোহলি। টানা দ্বিতীয় ফিফটি তুলে নিলেন এই টপ অর্ডার ব্যাটার। আর তাতে ভর করে পাকিস্তানের সামনে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের লক্ষ্য ছুড়ে দিল রোহিতবাহিনী।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে আজ রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  

ইনজুরিতে পাকিস্তানের একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শাওনেওয়াজ দাহানি। তার জায়গায় এসেছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা। তার জায়গায় এসেছেন দীপক হুডা। এছাড়া পেসার আভেশ খানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রবি বিষ্ণুই।

শুরুতে ব্যাটিংয়ে নামা ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। অধিনায়িক রোহিত ১৬ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৮ রান করে হারিস রউফের বলে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর রাহুলও বেশিদূর যেতে পারেননি। পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৮ রান।  

দুই ওপেনার বিদায় নেওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন কোহলি। অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব (১৩) ও ঋষভ পন্থ (১৪) দ্রুত বিদায় নেন। এরপর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া রানের খাতা খোলার আগেই পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে ফেরেন। তবে বিরাট ঠিকই রানের চাকা সচল রাখেন। হাসনাইনের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দেখা পান টানা দ্বিতীয় ফিফটির; বল খেলেছেন ৩৪টি।

কোহলি ফিফটির দেখা পেলেও পরের ওভারেই ফের উইকেট হারায় ভারত। এবার নাসিম শাহর বলে দীপক হুডা (১৬) তুলে মারতে গিয়ে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন হারিস। প্রথম বলটি ওয়াইড হলেও পরের ৩ বলে কোনো রান নিতে পারেননি কোহলি। চতুর্থ বলে ডাবল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজানো তার ৬০ রানের ইনিংসটি ভারতীয় ইনিংসের প্রাণ। শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে বাকি কাজ সারেন রবি বিষ্ণুই।

বল হাতে পাকিস্তানের সব বোলারই উইকেট পেয়েছেন। ২ উইকেট ঝুলিতে পুরেছেন শাদাব। আর নাসিম, হাসনাইন, হারিস ও নওয়াজ পেয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।