গত কয়েক মাসে ভাগ্যের দুই পিঠই দেখেছেন নুরুল হাসান সোহান। প্রথমে অধিনায়কত্ব পেয়ে গিয়েছিলেন জিম্বাবুয়েতে।
এরপর এশিয়া কাপের দলে শুরুতে তাকে রাখলেও পরে বাদ দেওয়া হয়। তবে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন বিশ্বকাপে পরিকল্পনার বড় অংশজুড়ে থাকবেন সোহান। আশার কথা, চোট পাওয়ার পর প্রথমবার ব্যাট হাতে নেমেছেন তিনি।
বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে ব্যাট করেন সোহান। অবশ্য কোন বোলারের মুখোমুখি হননি সোহান। গ্রান্ড স্ট্যান্ডের সামনে বিসিবি থ্রোয়ার রাব্বিকে বল ছুঁড়তে দেখা যায় তাকে।
ব্যাট হাতে প্রায় আধঘণ্টা অনুশীলন করেন সোহান। এসময় বিভিন্ন ধরনের শট খেলতে দেখা গেছে তাকে। অনুশীলনের সময়টাতে সোহানের সঙ্গী ছিলেন মিজানুর রহমান বাবুল। ব্যাটিংয়ের পর লিটনের সঙ্গে ক্যাচিং অনুশীলনও করতে দেখা গেছে সোহানকে।
এমএইচবি