ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

বেশ কিছুদিনই চাপে ছিলেন মুশফিকুর রহিম। ব্যাটে আগের মতো রানের দেখা মিলছিল না, উইকেটরক্ষকের ভূমিকাও ঠিকঠাক পালন করতে পারছিলেন না।

শেষ অবধি এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন মুশফিক।

কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সমর্থকরা। গত দুদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে প্রতীকি অনশন করছেন কয়েক জন। তারা বলছেন, মুশফিক যেন মাঠ থেকে বিদায় নেন এটাই তাদের বড় চাওয়া।  

অনশনকারীদের একজন কাজী সাজেদুর রহমান বলেন, ‘আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটার, মুশফিকুর রহিম যাকে মিস্টার ডিপেন্ডবল বলা হয়। উনিও এশিয়া কাপের পর হঠাৎ করে খুব আবেগী হয়ে নিজের বড় মনের প্রমাণ দিয়ে অবসরের ঘোষণা দিলেন। এ ব্যাপারটা আমাদের কাছে খুব কষ্টদায়ক ছিল। ’

‘এজন্য যে অন্য দেশের কিংবদন্তিদের দেখা যায় একটা সম্মানসূচক বিদায় নেয় মাঠ থেকে। যে মাঠ তাদের লিজেন্ড করেছে, ওই মাঠ থেকে বিদায় নেয়। আমাদের ক্রিকেটাররা কেন ফেসবুকের মাধ্যমে বিদায় নিতে দেখি না। আমাদের লিজেন্ডরা কেন এভাবে বিদায় নেয়, এটা একটা দুঃখ। ’

তাদের কী চাওয়া এ নিয়ে তিনি বলেছেন, ‘মুশফিক ভাই বেশ কিছুদিন যাবৎ খেলার মধ্যে বিশেষত টি-টোয়েন্টিতে চাপ অনুভব করতেন। এটা হয়তো তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এ চাপ থেকে যদি বের হতে পারেন। সামনে বিশ্বকাপ আছে, বিসিবিরও তাকে রাখার ইচ্ছে ছিল, উনি যেন বিশ্বকাপে মাঠ থেকে বিদায় নেন এটাই আমাদের চাওয়া। ’

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।