ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আনুশকা লৌহমানবী, কোহলি ইস্পাতমানব: শোয়েব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
আনুশকা লৌহমানবী, কোহলি ইস্পাতমানব: শোয়েব

অপেক্ষা দীর্ঘই হচ্ছিল বিরাট কোহলির জন্য। তবে অবশেষে ১০২০ দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে করা এই শতকে করেছেন অনেক রেকর্ডও।  

নিজের খারাপ সময় কাটানোর পর ভারতের অন্যতম সেরা এই ব্যাটার কৃতজ্ঞতা জানিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাকে। লকেটে চুমুও খেয়েছেন উদযাপনের সময়। এমনভাবে কোহলির পাশে থাকায় বলিউড তারকাকে 'লৌহমানবী' বলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার জানিয়েছেন টুপিখোলা কুর্নিশও।

'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' বলেছেন, ‘ম্যাচের পর কোহলি নিজেই বলল, আনুশকা তার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায় দেখেছে। নিজের স্ত্রীর ব্যাপারে এমন কথা বলা দারুণ গর্বের ব্যাপার। আনুশকা শর্মাকে টুপি খোলা কুর্নিশ। তুমি লৌহমানবী। ’

‘কোহলি ইস্পাতমানব। তোমাকে অনেক শুভেচ্ছা। চাপের মুখে কী ভাবে স্নায়ু ঠিক রাখতে হয় সেটা দেখিয়ে দিয়েছ। এভাবেই এগিয়ে যেতে থাক, আরও ভালো মানুষ হও। তুমি সবসময় সত্যের ওপর ভরসা রাখো তাই তোমার সঙ্গে কোনোদিন খারাপ কিছু হতে পারে না। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবেই সবাই তোমাকে মনে রাখবে। ’

এর আগে স্ত্রীকে নিয়ে কোহলি বলেন, ‘বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দেইনি। সেঞ্চুরিের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান একজন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুশকা শর্মা। ’

‘এই সেঞ্চুরি সবার আগে তাকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি। জীবনের কঠিন সময়ে কোনো মানুষের সঙ্গে কথা বললে বিষয়টি খুব সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেই কাজটা করেছে আনুশকা। কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।