ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের মুখে হাসি ফেরাতে চ্যাম্পিয়ন হতে চাই: শাদাব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
বন্যার্তদের মুখে হাসি ফেরাতে চ্যাম্পিয়ন হতে চাই: শাদাব

এশিয়া কাপের ফাইনালে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। দেশটির ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহারণের।

অন্যদিকে আবার দেশটিতে ভয়াবহ বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

নিজ দেশের বন্যা দুর্গতদের দুর্ভোগ ছুঁয়ে গেছে পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার শাদাব খানকে। শিরোপা জিতে তাই নিজ দেশের বন্যার্তদের মুখে হাস ফেরাতে চান বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে শাদাবের লেখা একটি কলাম প্রকাশিত হয়েছে। যেখানে তিনি লিখেছেন, 'দূর থেকে প্রিয় মাতৃভূমির মানুষের যন্ত্রণা দেখা কষ্টকর। আমরা এশিয়া কাপ জিতে দেশের বন্যা দুর্গত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই। '

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি আজ রোববার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাইতে শুরু হবে। এর আগে আসরের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই দল। একই ভেন্যুতে গত শুক্রবার বাবর আজমদের ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।