ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশ লিজেন্ডদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশ লিজেন্ডদের

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ লেজেন্ডের। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে।

শুরুতে ব্যাটারদের ব্যর্থতায় রান তুলতে পারেনি। পরে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড সহজেই টপকে যায় ওই লক্ষ্য।

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ লিজেন্ড। আগে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ৯৮ রানে অলআউট হয়ে যায় শাহাদাৎ হোসেন রাজিবের দল। পরে ওই লক্ষ্য ১৫ ওভার ২ বলেই টপকে গেছে ক্যারিবীয়রা।  

শুরুতে ব্যাট করতে নেমে ৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওই ধাক্কা আর পুরো ইনিংসেও সামলে উঠতে পারেনি তারা। ২৭ বলে সর্বোচ্চ ২২ রান করেন ধীমান ঘোষ, এছাড়া অলক কাপালি ২০ বলে ১৯ ও আফতাব আহমেদ ১৫ বলে করেন ১৩ রান। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডের পক্ষে ২ ওভার ৪ বলে ৭ রান দিয়ে তিন উইকেট নেন ক্রিসমার সান্তোকি।

বাংলাদেশকে জবাব দিতে নেমে সহজেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে দলটির পক্ষে ৫১ রান করেন ডোয়াইন স্মিথ, অলক কাপালির বলে এলবিডব্লিউ হন তিনি। এছাড়া উইকেট পান ডলার মাহমুদ ও আব্দুর রাজ্জাক। তবে জয়ের পথে বাধা হতে পারেননি কেউ।  

বাংলাদেশ সময় : ২০০৫, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।