ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের জন্য ফিল্ডিংকে দুষলেন বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
হারের জন্য ফিল্ডিংকে দুষলেন বাবর

শ্রীলঙ্কার কাছে পরপর ২টি ম্যাচেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। সুপার ফোরের শেষ ম্যাচে, যেখানে দুই দল ড্রেস রিহার্সেল সেরেছিল, সেই ম্যাচে বাবর আজমদের হারের পর মনে করা হয়েছিল, এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে ফাইনালে হয়তো ঘুরে দাঁড়াবে পাকিস্তান।

কিন্তু কোথায় কী! ফাইনালেও শ্রীলঙ্কার কাছে নাকানিচুবানি খেতে হল বাবরদের। এই হারের কারণ জানাতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু নিয়েই আক্ষেপ করে গেলেন।

অধিনায়ক বাবর আজম বলেন, ‘অভিনন্দন শ্রীলঙ্কাকে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বিশেষ করে আমরা শুরুতে যেভাবে চেপে ধরেছিলাম, একটা জুটিই সেখান থেকে বের করে নিয়েছে তাদেরকে... আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি। আমাদের ফিল্ডিং আজ কোনোভাবেই ভালো ছিল না। খুবই বাজে হয়েছে। আমাদের মিডল অর্ডার যেভাবে চেয়েছিলাম, সেভাবে ক্লিক করেনি। তারপরও ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স ছিল, যেমন- রিজওয়ান, সাদাব, নওয়াজ, নাসিম। ’

বাবর বলেন, এটা খেলারই অংশ। এ ধরনের খেলা থেকে যত বেশি শেখা যায় ততই ভালো। তবে অবশ্যই ভুলের সংখ্যা কমাতে হবে।

ম্যাচ শেষে প্রথমে এই হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শুরুতে টস নিয়ে বলেন, ‘যে কোনো দলই টস নিয়ে চিন্তা করবে। তারা ভাববে টস জিতলেই বুঝি ম্যাচ জয়! কিন্তু শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি। তারা ম্যাচ নিয়ে ভেবেছে। ’

ফিল্ডিং নিয়ে তিনি বলেন, ‘তারা অবশ্যই জয়ের দাবিদার। প্রথমত তারা আমাদের ভুলগুলোর পূর্ণ সুযোগ নিয়েছে। আমরা অনেক ভুল করেছি। আমরাও মানুষ, ভুল হতেই পারে। অথচ, টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলেছি। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।