ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর স্ত্রী বলছেন, ‘এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
মাহমুদউল্লাহর স্ত্রী বলছেন, ‘এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না’

সমালোচনার মুখে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন বিশ্বকাপের জন্য বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে নেই এই অভিজ্ঞ ব্যাটার।

নির্বাচকদের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাকে বাদ দেওয়ার সমালোচনা করছেন, আবার কেউ বলছেন সিদ্ধান্তটা ঠিকই আছে।  

কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের সহধর্মিণী জান্নাতুল কাওসার মিষ্টি বিষয়টিতে বেশ আশাহত হয়েছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। স্ট্যাটাসে মিষ্টি লিখেছেন, 'এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন করা হয় না, হবেও না...!'

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। এ বছরের মাঝামাঝি পর্যন্তও অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপের আগে তাকে সরিয়ে সাকিব আল হাসানের কাঁধে দায়িত্ব তুলে দেয় বিসিবি। তবে এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন রিয়াদ। কিন্তু সেখানে তার পারফরম্যান্সে খুশি হতে পারেননি নির্বাচকরা। এজন্য বিশ্বকাপের দলে রাখা হয়নি তাকে।  

এশিয়া কাপ থেকে ফিরে আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেন। ধারণা করা হচ্ছিল, মাহমুদউল্লাহও একই পথে হাঁটবেন। কিন্তু তিনি সেই সিদ্ধান্ত নেননি। এরপর দলের ক্যাম্পেও দেখা গেছে তাকে। কিন্তু মূল স্কোয়াডে তাকে রাখা হয়নি। যদিও কেন রিয়াদকে বাদ দেওয়া হলো এই ব্যাখ্যা দিয়েছেন নির্বাচকরা। সঙ্গে এটাও জানিয়েছেন, যতদিন অবসর না নেবেন ততদিন পর্যন্ত সুযোগ আছে রিয়াদের। তাকে বাদ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে। ’

‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট এসেছে, ওরা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। এবং আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা এগোচ্ছি, তা একটা আলাদা ডিরেকশনে হবে। টিম ম্যানেজম্যান্টের সবার সম্মতিক্রমেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ’

রিয়াদকে বাদ দিতে দেরি হলো কি না এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘দেরি না। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। কিছু ক্রিকেটারের ইনজুরিও ছিল, যেটার জন্য আমরা যথেষ্ট ভুগেছি গত ছয় মাস। এই ভোগার জন্য অনেকগুলো ক্রিকেটারকে আবার ডাকা হয়েছে, অনেকভাবে দেখা হয়েছে। আমরা একটা সমস্যায় পড়েছি। এমনিতে আমরা এই ফরম্যাটে অনেক পিছিয়ে আছি, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে সব সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।