টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ। প্রস্তুতিটা যেন ঠিকঠাক হয়, ওই আয়োজনও চলছে জোরেশোরে।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় এই প্রস্তুতি ম্যাচগুলোতে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপুস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল সংবাদ সম্মেলনে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, পারফরম্যান্সের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট।
আজ তার সুরে সোহানও সাংবাদিকদের বলেছেন, ‘ভালো বুঝি বা খারাপ, এটা বুঝে তো লাভ নেই। মাঠে পারফর্ম করতে হবে। কোচের সঙ্গে আমি একমত, আমাদের পারফর্ম করা খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ইমপ্যাক্ট ফেলাও গুরুত্বপূর্ণ। বড় বড় রান করার চেয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট ইনিংসগুলো খুব গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টিতে। ’
দল হিসেবে ভালো করাতে জোর দিচ্ছেন সোহান। বলেছেন, ‘ওভাবে চিন্তা করিনি, দেখিওনি কিছু। সবসময় আমার লক্ষ্য থাকে যেন ….বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না। আমার মনে হয় যে দল হিসেবে ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যে খুব খারাপ খেলেছি তাও না। ’
‘কিন্তু আমরা ক্লোজ ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারব এই জায়গাটায় হেরে যাচ্ছি। ৫০-৫০ বা ৬০-৪০ চান্স যে থাকে ম্যাচগুলো যদি আমাদের দিকে কীভাবে আনা যায়, এই জায়গাগুলোতে উন্নতি করার একটা জায়গা আছে আমাদের। ’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএইচবি/আরইউ