ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের পূর্ণশক্তির বিশ্বকাপ দলে ফিরলেন আরভিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
জিম্বাবুয়ের পূর্ণশক্তির বিশ্বকাপ দলে ফিরলেন আরভিন

অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে দলে ফিরেছেন তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন।

ফিরেছেন টেন্ডাই চাটারা, মিল্টন শুম্বা ও ওয়েলিংটন মাসাকাদজাও।

দল থেকে বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি, ইনোসেন্ট কাইয়া, টাকুডজোয়ানাশে কাইটানো ও টাডিওয়ানাশে মারুমানি। অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে কাইয়া, মারুমানি ও নিয়াউচিকে।

বিশ্বকাপ মিশনের আগে প্রস্তুতি ম্যাচে আগামী ১০ অক্টোবর এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ১৩ অক্টোবর নামিবিয়ার মুখোমুখি হবে দলটি।  

জিম্বাবুয়ের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাটারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গে, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

রিজার্ভ: ইনোসেন্ট কাইয়া, টাডিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়াউচি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।