ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বাছাই শেষ জাহানারার, করোনা পজিটিভ ফারজানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
বিশ্বকাপ বাছাই শেষ জাহানারার, করোনা পজিটিভ ফারজানা

ফেভারিট হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই খেলতে গিয়েছে বাংলাদেশ। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে পেতে হয়েছে দুঃসংবাদ।

পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলম ইনজুরিতে পড়েছেন। অন্যদিকে ব্যাটার ফারজানা হক করোনা পজিটিভ হয়েছেন।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুশীলনে বল করার সময় আঙুলে চোট পান জাহানারা। তার দুইটি সেলাই লেগেছে। আজই দেশে ফিরে আসছেন তিনি। কোভিড পজিটিভ হওয়া ফারজানাকে আজ আবারও করানো হবে পরীক্ষা। ফল যাই-ই হোক না কেন, টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি। আজই দেশে ফেরার কথা এই ব্যাটারের।

স্কোয়াডে জাহানারার জায়গা নিচ্ছেন ফারিহা আক্তার তৃষা। ফারজানার জায়গায় নেওয়া হয়েছে সোহেলী আক্তারকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তারা।

১৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।