অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন দুই পেসার দুশামান্থা চামিরা ও লাহিরু কুমারা।
এশিয়া কাপ জেতা বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা করে নিয়েছে লঙ্কানদের বিশ্বকাপ স্কোয়াডে। শুধুমাত্র দিনেশ চান্দিমাল বাদ পড়েছেন। তবে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপে অভিষেক হওয়া পেসার মাথিশা পাথিরানাও দল থেকে বাদ পড়েছেন। রিজার্ভেও নেই তিনি।
দলে ফিরেছেন দিলশান মধুশাঙ্কাও। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা ও জেফ্রি ভ্যান্ডারসেও বিশ্বকাপ দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফ্রিা ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, দুশামান্থা চামিরা, লাহিরু কুমারা, দিলশান মধুশাঙ্কা ও প্রমোদ মদুসান।
রিজার্ভ: আশেন বান্দারা, প্রবিন জয়াবিক্রামা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুয়াইন্দু ফার্নান্দো।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরইউ