ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় বিভাগ ক্রিকেটে বাড়ছে প্রাইজমানি

স্টাফ করসপেনডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
তৃতীয় বিভাগ ক্রিকেটে বাড়ছে প্রাইজমানি

বেশ কিছু নতুনত্ব নিয়ে এবার আয়োজিত হতে যাচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। বাড়ছে আর্থিক পুরস্কারও।

এবারই প্রথম ৫০ ওভারের একদিনের ম্যাচ হতে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে দেখা যাবে রঙিন পোশাক।

আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে ২০ দলের এই টুর্নামেন্টের। এবার প্রতিটি ম্যাচের পর দেওয়া হবে সেরা খেলোয়াড়ের পুরস্কার। টুর্নামেন্ট শেষে ৩ বিভাগের সেরা তিন খেলোয়াড়কে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। সেরা বোলার, সেরা ব্যাটার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন এই আর্থিক পুরষ্কার।

২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় বিভাগের দলবদলের শেষ দিন। এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘প্রথমবার আমরা রঙিন পোশাক ও সাদা বলে টুর্নামেন্টটি করতে যাচ্ছি। প্রত্যেক ম্যাচে সেরা খেলোয়াড়কে মাঠে ক্রেস্ট প্রদান করা হবে। ’ তৃতীয় বিভাগে অংশ নেওয়া প্রতিটি দলকে ৭৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতে খরচ হবে মোট ১৫ লাখ টাকা। এছাড়াও প্রত্যেক ভেন্যুতে ভ্রমণ খরচ ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে যা ছিল ৮৪৪০ টাকা। ঢাকার পাঁচটি ভেন্যুতে হবে টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।