ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের বাবার নামে ভুল বিসিবির কাছে ‘বাইরের ব্যাপার’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
সাকিবের বাবার নামে ভুল বিসিবির কাছে ‘বাইরের ব্যাপার’

বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। কয়েক দিন আগে শেয়ার বাজার কেলেঙ্কারিতে এসেছিল তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর নাম।

এবার সাকিবের বিরুদ্ধে শেয়ার মার্কেট লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে।  

দেশের এক জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে বাবার নাম ‘জাল’ করেছেন দেশের সেলিব্রিটি এই ক্রিকেটার। মোনার্ক হোল্ডিংসের একটি নথিতে দেখা যাচ্ছে, খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন সাকিব। অথচ তার বাবার নাম খন্দকার মাশরুর রেজা।

সাকিব অবশ্য দাবি করেছেন, তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, কোনো ভুল হলে তার কোম্পানি তা সংশোধন করবে। সাকিবের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় বাবার ভুয়া নাম ব্যবহারের সুযোগ নেই। ’
 
তবে এসব বিষয়কে সম্পূর্ণ বাইরের ব্যাপার বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা সম্পূর্ণ বাইরের ব্যাপার। যাকে (সাকিব) নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি। এ বিষয়গুলো তো আমাদের কাছে সেভাবে আসে না। আপনারা যেভাবে শুনেছেন, আমরাও সেভাবে শুনেছি। এই বিষয় নিয়ে তাই এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। ’

কয়েক দিন পর ক্যাম্প করতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। খেলার কথা রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে সাকিব থাকবেন কি না জানতে চাইলে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাহী। অর্থাৎ সাকিবের না থাকার সম্ভাবনাই বেশি।

সুজন বলেছেন, ‘না কোনো আপডেট নেই (সাকিবের থাকা না থাকা)। আগেও বলেছি তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত যে একটা ট্যুর করবো; সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচবি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।