ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল

জাতীয় দলের দরজাটা বন্ধ অনেকদিন ধরেই। লাল বলে আরও বেশি দিনের।

শেষ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ই বলে দিয়েছেন রুবেল হোসেন। তার সঙ্গে জাতীয় দলের একসময়ের আরেক নিয়মিত মুখ পেসার শফিউল ইসলামও একই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচকরা।

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলে ৭৬.৭৮ গড় ও ১১৭.৩১ স্ট্রাইক রেটে রুবেল নিয়েছেন ৩৬ উইকেট।  ২০০৭ সালে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় তার। সর্বশেষ ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। প্রায় ১৫ বছরে ৬০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়েছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসর মাঠে গড়াচ্ছে অক্টোবরে। এর আগে রুবেলই সরে দাঁড়ালেন। কারণ হিসেবে তিনি বলেছেন, নতুনদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

অবসর নেওয়া আরেক পেসার শফিউল ইসলাম দেশের হয়ে ১১ টেস্ট খেলে নিয়েছেন ১৭ উইকেট। এছাড়া প্রথম শ্রেণিতে ৬২ ম্যাচে ১৬৪ উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময় : ২২০৫, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।