ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নে রাহুল বললেন, ‘কেউই পারফেক্ট না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নে রাহুল বললেন, ‘কেউই পারফেক্ট না’

‘স্ট্রাইক রেট খুব খুব ওভাররেটেড’-মন্তব্যটি ছিল লোকেশ রাহুলের। তার রান করা নিয়ে সংশয় নেই কারো, কিন্তু স্ট্রাইক রেট সমালোচিত বরাবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। এর আগে রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল সমালোচনা নিয়ে।

সাংবাদিকের কাছে নির্দিষ্ট করে সমালোচনার ব্যাপারে জানতে চান তিনি। পরে ব্যাখ্যাও করেছেন এর কারণ। রাহুলের মতে, বাইরের সমালোচনা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং জরুরি হচ্ছে, কোচ ও অধিনায়কসহ দলের বাকিদের চাওয়া।  

ভারতীয় ব্যাটার বলেছেন, ‘যখন সে (রিপোর্টার) আমাকে সমালোচনার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, এজন্য আমি নির্দিষ্ট করে বলতে বলেছিলাম। কারণ আমরা অনেক বিষয়েই সমালোচিত হই। কিন্তু ড্রেসিং রুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অধিনায়ক, কোচ ও বাকি খেলোয়াড়রা কী ভাবছে। ’ 

যদিও স্বীকার করেছেন স্ট্রাইক রেট নিয়ে কাজ করছেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, সবারই কাজ করার কোনো না কোনো জায়গা আছে। বলেছ্নে, ‘কেউ পারফেক্ট না। এই ড্রেসিং রুমের কেউ না। সবাই কিছু না কিছু নিয়ে কাজ করছে। সবার আলাদা একটা করার মতো দায়িত্ব আছে। অবশ্যই, স্ট্রাইক রেট সার্বিকভাবে দরকার। ’

‘আপনি কখনও দেখবেন না ব্যাটার নির্দিষ্ট একটা স্ট্রাইক রেটে খেলছে। তার জন্য ২০০ স্ট্রাইক রেটে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ ১০০-১২০ স্ট্রাইক রেটে খেলে দলকে জেতানো। এই বিষয়গুলো সবাই বিশ্লেষণ করে দেখে না। অথবা যদি আপনি দেখেন, মনে হবে স্লো। ’

বাংলাদেশ সময় : ১১১০, সেপ্টেম্বর ২০, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।