ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিজওয়ানের দারুণ ইনিংসের পরও পাকিস্তানের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
রিজওয়ানের দারুণ ইনিংসের পরও পাকিস্তানের পরাজয়

সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ ইনিংসকে চাপিয়ে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি ব্রুক। ৬ উইকেটের জয় নিয়ে এগিয়ে গেল সফরকারীরা।

করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। শেষদিকে অবশ্য কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলদের দারুণ ইনিংসের পর হ্যারি ব্রুকের লড়াকু স্কোরে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের স্কোর বাড়াতে থাকেন রিজওয়ান। তাকে সঙ্গ দেন বাবর আজম। অধিনায়ককে ফিরিয়ে ৮৫ রানের এই দারুণ জুটি ভাঙেন আদিল রশিদ। একপ্রান্তে লড়ে যাওয়া রিজওয়ানও আর থিতু হতে পারেননি বেশিক্ষণ। খেলেন যান ৪৬ বলে ৬৮ রানের ইনিংস।

এরপর কেউ ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি। কেবল ইফতেখার আহমেদের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৮ রানের ইনিংস। ১৫৮ রান পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিকরা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। ফিল সল্ট ও দাভিদ মালান দ্রুত ফিরে যান। তিনে ব্যাটিংয়ে নেমে দলকে এগোতে থাকেন অ্যালেক্স হেলস। তাকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। পঞ্চাশ ছুঁয়ে হেলস বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন ব্রুক। চার মেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৭ চারে ২৫ বলে খেলেন অপরাজিত ৪২ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।