প্রথম দুই ম্যাচে 'ডাক' মারার পর ঘুরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। পরের দুই ম্যাচেই পেয়েছেন রানের দেখা।
আজ ভোরে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল সাকিবের গায়ানা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। গায়ানার রোমারিও শেফার্ড তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন কিমো পল ও ওডিন স্মিথ। ২ দশমিক ৩ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট পান সাকিব।
এরপর ব্যাট হাতে নৈপুণ্য দেখান সাকিব। ১২৬ রান তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়েছিল গায়ানা। চারে নেমে সাকিব আল হাসান খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। ফিফটি ছুঁয়েছেন মাত্র ২৭ বলে। সাকিবরা ৫ উইকেটে ম্যাচটি জিতে যায় মাত্র ১৪ দশমিক ৩ ওভারে।
১ উইকেট আর ৫৩ রান করে ম্যাচের সেরা পারফর্মার সাকিব।
আগামীকাল মঙ্গলবার কোয়ালিফায়ার-১ এ এই দুই দল ফের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমএইচএম