ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবরদের রেকর্ড ভাঙল ভারত, নতুন ইতিহাস গড়লো পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
বাবরদের রেকর্ড ভাঙল ভারত, নতুন ইতিহাস গড়লো পাকিস্তানও

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের গড়া এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ডও নিজেদের দখলে নিয়েছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে একই রাতে ইতিহাসের প্রথম দল হিসেবে ২০০তম টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়েছে পাকিস্তানও।  

২০২১ সালে ২৯টি টি-টোয়েন্টি খেলে ২০টিতে জয় পেয়েছিল পাকিস্তান। অন্যদিকে গতকাল রাতে অজিদের হারিয়ে দেওয়া ম্যাচটি ছিল ভারতের চলতি বছরে ২১তম জয়। এ বছর ২৯ ম্যাচ খেলেছে রোহিতবাহিনী। বছর শেষ হতে এখনও ৩ মাস বাকি। এর আগেই পাকিস্তানকে পেছনে ফেলে দিল ভারতীয়রা।

অন্যদিকে গতকাল রাতে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়ে সাত ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে পাকিস্তান। এটি ছিল পাকিস্তানের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে ১২২টি ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ১৮২ ম্যাচ খেলে ১১৬টিতে জয়ের মুখ দেখেছে তারা।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।