ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, তিন ভেন্যুতে বিপিএল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, তিন ভেন্যুতে বিপিএল

সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট। এবার নির্ধারণ করলো পারিশ্রমিক।

বাংলাদেশের কোনো ক্রিকেটার সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা।

আজ (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়াও নিশ্চিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলোট এই তিন ভেন্যুতে হবে এবারের বিপিএল।

দেশীদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’  ও সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশী ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার। যদিও এবার নেই কোনো আইকন ক্রিকেটার।

বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াচ্ছে ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে। এছাড়াও চূড়ান্ত হয়েছে আগামী দুই মৌসুমের সূচি। আগামী তিন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি কিনছে দেশের সাত প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।