ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ নিঃসন্দেহে প্রথম পছন্দ: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
মোস্তাফিজ নিঃসন্দেহে প্রথম পছন্দ: পাপন

মোস্তাফিজুর রহমানে একসময় মুগ্ধ হয়েছিলেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে ধার হারাচ্ছেন তিনি, পারছেন না কার্যকরী হতে।

উপমহাদেশের বাইরে মোস্তাফিজ যেন আরও নির্বিষ, টি-টোয়েন্টি ফর্মটাও ভালো যাচ্ছে না তার।  

প্রশ্ন উঠেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজ আর এক নম্বর পছন্দ থাকবেন কি না। এই নিশ্চয়তা অবশ্য দিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন, তার বিশ্বাস মোস্তাফিজ ফিরবেন।

পাপন বলেছেন, ‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর চয়েজ। আমাদের ধারনা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে। ’

টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে নেতৃত্বও দিয়েছেন তিনি। সাকিবকে নিয়ে সোহান বলেছেন, ‘অধিনায়কত্ব খুবই ভালো। উইকেট কিপিং সেরা...মানে আমি যেটায় সমস্যাই দেখি না। ’ 

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।