ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বুমরাহর বদলে ভারতীয় দলে সিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
বুমরাহর বদলে ভারতীয় দলে সিরাজ

পিঠের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। তার বদলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

এক বিবৃতিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এই সিরিজকে সামনে রেখে অনুশীলনের সময় পিঠে ছোট পান বুমরাহ। যে কারণে প্রথম ম্যাচ তাকে মাঠে নামানো হয়নি। যদিও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি; তবে চোটের অবস্থা গুরুতর হওয়ায় তার আর সেরে ওঠা হয়নি। যে কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় এই পেসার।

সিরিজে আগে থেকেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডার দিপক হুডা। তার বদলে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া করোনা ভাইরাস থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে খেলা হচ্ছে না আরেক পেসার মোহাম্মদ শামির।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়লাভ করে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। বাকি দুইটি ম্যাচে আগামী ২ ও ৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।