ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগেই এনওসি (অনাপত্তিপত্র) নিয়েছিলেন সাকিব আল হাসান। এ কারণে তিনি খেলেননি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি।
ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ শুক্রবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।
১৪ অক্টোবর ফাইনালের একদিন পর, অর্থাৎ ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ত্রিদেশীয় সিরিজ খেলে আর দেশে ফেরা হচ্ছে না টাইগারদের। আজ দল দেশ ছাড়ছে অনেকটাই নীরবে।
বিশ্বকাপ যাত্রার আগে রীতি অনুযায়ী দলীয় ফটোসেশন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করা হয় অধিনায়ককে নিয়ে। এবার সেসবের কিছুই হলো না। কারণ অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে আছেন। সেখান থেকেই তিনি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন, এমনটাই জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এমএইচবি/এমএইচএম