ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লে’তে হার, মানছেন বাংলাদেশ অধিনায়কও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
পাওয়ার প্লে’তে হার, মানছেন বাংলাদেশ অধিনায়কও ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ হবে পাওয়ার প্লে, এমন আভাস দিয়েছিলেন থাইল্যান্ড কোচ হার্শাল পাঠক। এর প্রমাণ পাওয়া গেল ভারত-বাংলাদেশ ম্যাচেই।

নারী এশিয়া কাপের ম্যাচটিতে মূল পার্থক্য হয়ে দাঁড়াল পাওয়ার প্লে'র ব্যাটিং।

ভারত যেখানে তুলল ৫৯ রান, বাংলাদেশ কেবল ৩০। প্রতিপক্ষের ৯ বাউন্ডারির বিপরীতে টাইগ্রেসরা মারতে পেরেছে কেবল চারটি। সংবাদ সম্মেলনে এসে পাওয়ার প্লে'তে হার স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। উদ্বোধনী ব্যাটাররা ছিলেন লক্ষ্যহীন, তাও মেনে নিয়েছেন তিনি।

জ্যোতি বলেছেন, ‘আপনার সঙ্গে আমি একমত। কারণ যখন আপনি এত বড় পুঁজি তাড়া করবেন, তখন কিন্তু পাওয়ার প্লেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। যদি অন্তত ৪৫ এর বেশি কিংবা ৫০ এর কাছাকাছি আসতো তাহলে কিন্তু এত বড় ব্যবধানে আমরা হারতাম না। আরও ভালো হতে পারতো কিংবা আমরা একটা জেতার অবস্থায় যেতে পারতাম। ওইদিক থেকে আমার মনে হয় পিছিয়ে গেছি। ’

পাওয়ার প্লে'তে তাদের কেমন পরিকল্পনা ছিল জানতে চাইলে জ্যোতি বলেছেন, ‘পরিকল্পনা তো অবশ্যই থাকে। যেহেতু এখন পর্যন্ত উইকেট অনেক ভালো তাই আমাদের লক্ষ্যটাও এমন ছিল যেন ৪৫ এর বেশি রান করতে পারি স্কোরবোর্ডে। ওইটাই ছিল (লক্ষ্য)। কিন্তু দূর্ভাগ্যক্রমে তারা করতে পারেনি, আজকে ব্যর্থ হয়েছে। ’

‘টি-টোয়েন্টিতে কিন্তু পাওয়ার প্লেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। কোচিং স্টাফের সঙ্গে আমাদের পরিকল্পনা কিন্তু এটাই থাকে। তারা বলেন কিন্তু যতটা লাক্সারি দেয়া যায় পাওয়ার প্লেতে। কারণ তখন দেখা যাচ্ছে সবাই বাউন্ডারির জন্য যাবে। কিছু বল ডট হলেও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আসলে কিন্তু ডট বলটা কাভার হয়ে যায়। আমার মনে হয় দূর্ভাগ্যক্রমে দুজনই বেশি সিঙ্গেল নিয়েছে এবং ডট বলগুলো বেশি দিয়ে ফেলছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।