ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমির পথ সহজ করতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
সেমির পথ সহজ করতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন

সিলেট থেকে : সেমিফাইনালের সমীকরণ কেমন, এটা নিশ্চিত হবে থাইল্যান্ড-ভারত ম্যাচের পর। থাই মেয়েদের হারের সম্ভাবনা বেশি, তেমন হলে বাংলাদেশকে এক ম্যাচ জিতলেই চলবে।

কিন্তু ভারতকে তারা হারিয়ে দিলে বাংলাদেশকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমন সমীকরণ সামনে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  

সমান পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এরপরে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট ৬ করে। এর মধ্যে লঙ্কান মেয়েরা হেরেছে কেবল এক ম্যাচ। চার ম্যাচ খেলে বাংলাদেশের জয়-পরাজয় সমান দুটি করে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট চার।  

বাংলাদেশ সময় : ০৮৩৬, অক্টোবর ১০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।