ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিপাকে নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিপাকে নামিবিয়া


টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী শ্রীলঙ্কা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল নামিবিয়া।

যদিও প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস করতে নেমে জয় হয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ে পাঠালেন নাবিমিয়াকে।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। ৩৫ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে রয়েছে তারা। ডিভান লা কক ৮ ও নিকোল লফটি ইটন ২ রানে ব্যাট করছেন। ৬ বলে ৩ রান করে সাজঘরে ফিরে গেছেন মাইকেল ফন লিংগেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ৬.৩ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৪৬ রান। স্টেফেন বার্ড ৯ এবং জেরার্ড এরামুস ৫ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা, করুনারত্নে, প্রমোদ মধুশন একটি করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।