ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে এবার খেলতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে। এখান থেকে দ্বিতীয় রাউন্ডে টিকিট নিতে হবে তাদের।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দলটির বিশ্বকাপ যাত্রা, যারা গত বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ন নিকোলাস পুরান। প্রথমে ব্যাট করছে স্কটল্যান্ড।

ব্যাট হাতে স্কটল্যান্ডকে ভালো শুরুই এনে দিয়েছেন দলের দুই ওপেনার জর্জ মানসি এবং মাইকেল জোনস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.২ ওভারে দুই ওপেনার দলকে ৫১ রানের পুঁজি এনে দিয়েছেন। মানসি ৩০ এবং ১৯ রানে অপরাজিত আছেন।

গত বিশ্বকাপে একটি ম্যাচের বেশি জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার সেরা ১২ দলে নাম লেখানোর আগে ক্যারিবীয়দের উতরাতে হবে প্রথম পর্বের পরীক্ষা।  স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে সর্বশেষ পাঁচ ম্যাচেও কেবল একটিই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটিশদের অবশ্য শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই।

দুদলের আজকের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ : এভিন লুইস, কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়।

স্কটল্যান্ড : জর্জ মানসি, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।