২০১৫ সালে শেষবার বাংলাদেশের মাটিতে খেলেছিল ভারত। ৭ বছর পর আবারও দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসছে তারা।
চলতি বছরের পহেলা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর; সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট সিরিজের ম্যাচ হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি-
তারিখ |
সূচি |
ভেন্যু |
০১ ডিসেম্বর ২০২২ |
ঢাকায় আসবে ভারতীয় দল |
- |
০৪ ডিসেম্বর ২০২২ |
প্রথম ওয়ানডে |
মিরপুর |
০৭ ডিসেম্বর ২০২২ |
দ্বিতীয় ওয়ানডে |
মিরপুর |
১০ ডিসেম্বর ২০২২ |
তৃতীয় ওয়ানডে |
মিরপুর |
১৪-১৮ ডিসেম্বর ২০২২ |
প্রথম টেস্ট |
চট্টগ্রাম |
২২-২৬ ডিসেম্বর ২০২২ |
দ্বিতীয় টেস্ট |
মিরপুর |
২৭ ডিসেম্বর ২০২২ |
ভারতীয় দল বাংলাদেশ ছাড়বে |
- |
বাংলাদেশ সময় : ১২৪৫, অক্টোবর ২০, ২০২২
এমএইচবি