ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই ওপেনার হারিয়ে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
দুই ওপেনার হারিয়ে চাপে পাকিস্তান

ভারতে বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুতেই দলের দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে যায় পাকিস্তান। দলের ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে তারা।

তবে শান মাসুদ এবং ইফতেখার আহমেদের ব্যাটে লড়াইয়ে ফিরছে পাকিস্তান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৯.২ ওভারে ৫৩ রান। শান মাসুদ ২৮ এবং ইফতেখার১৬ রানে অপরাজিত আছেন।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। শুরু থেকেই তাদের চেপে ধরেন ভুবনেশ্বর-অর্শদীপরা।  প্রথম ওভারে পাকিস্তান তুলতে পারে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তারা হারিয়ে বসে অধিনায়ককে। গোল্ডেন ডাক (১ বলে ০) নিয়ে সাজঘরে ফেরেন বাবর।

অর্শদীপ সিংয়ের দুর্দান্ত এক ডেলিভারি বাবরের প্যাডে লাগলে আবেদন হয়, আঙুল তুলে দেন আম্পায়ার। পাকিস্তান দলপতি অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল তার লেগ স্টাম্পে আঘাত করতো।

দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ১৫ রানে দ্বিতীয় উইকেটেরও পতন ঘটে পাকিস্তানের। এবার সেই অর্শদীপ সিং। ভারতীয় পেসারকে হুক খেলতে গিয়ে বাউন্ডারিতে ভুবনেশ্বরকে ক্যাচ দেন রিজওয়ান (১২ বলে ৪)।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।