ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিত-কোহলির পর সূর্যর তাণ্ডবে ভারতের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
রোহিত-কোহলির পর সূর্যর তাণ্ডবে ভারতের বড় সংগ্রহ

গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন দারুণ ইনিংস, জিতিয়েছেন দলকেও। নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রেখেছেন বিরাট কোহলি।

তার সঙ্গে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ভারত।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ৯ রান করে বিদায় নেন লোকেশ রাহুল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের দারুণ জুটি। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। এরপর কোহলিকে সঙ্গ দেন সূর্যকুমার

এই দুই ব্যাটার ৪৮ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেনে। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২ রানে। অন্যদিকে সূর্যকুমার শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।